Aagun Lyrics : Aagun আগুন Is A Latest Bengali Song From Bangla Movie Asur Sunged By Timir Biswas. Aagun Lyrics Are Written By Sugato Guho And Music Of This Song Is Produced By Bickram Ghosh.
Song : Aagun
Singers : Timir Biswas
Lyrics : Sugato Guho
Music : Bickram Ghosh
Movie : Asur
Song : Aagun
Singers : Timir Biswas
Lyrics : Sugato Guho
Music : Bickram Ghosh
Movie : Asur
আগুন AAGUN LYRICS - ASUR | TIMIR BISWAS
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
আগুন মেখে দেখ
কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ
কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে, কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়
যত রাগ ফেলে যাই
পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়
কে ডাকে আমায়
সে আসে, কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দু'হাত আমার
আগুন জ্বালায়
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই, এ চিতায়
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ
কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
আগুন মেখে দেখ
কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ
কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে, কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়
যত রাগ ফেলে যাই
পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়
কে ডাকে আমায়
সে আসে, কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দু'হাত আমার
আগুন জ্বালায়
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই, এ চিতায়
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়
তুফান আসে দেখ
কোন দরিয়ায়
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়
কে ডাকে আমায়
সে আসে কী যায়
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়
0 Comments