Khoma Koro Lyrics - Khoma Koro Is A Latest Bengali Song From Bengali Movie Sanjhbati Sunged By Anupam Roy. Khoma Koro Lyrics Are Written By Anupam Roy And Music Of This Song Is Also Produced By Anupam Roy.
Song : Khoma Koro
Singer : Anupam Roy
Lyrics : Anupam Roy
Music : Anupam Roy
Movie : Sanjhbati
Song : Khoma Koro
Singer : Anupam Roy
Lyrics : Anupam Roy
Music : Anupam Roy
Movie : Sanjhbati
KHOMA KORO LYRICS - SANJHBATI | ANUPAM ROY
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি
যেন সব হারিয়েছি
হে বসন্ত বিদায়
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো
আমার কান্না শুনতে কি পাও
দেখতে কি পাও কিছু বলো
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি
যেন সব হারিয়েছি
হে বসন্ত বিদায়
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি
যেন সব হারিয়েছি
হে বসন্ত বিদায়
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো
আমার কান্না শুনতে কি পাও
দেখতে কি পাও কিছু বলো
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি
যেন সব হারিয়েছি
হে বসন্ত বিদায়
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
ক্ষমা করো আমি ভালো নেই
0 Comments