O Kolkata Lyrics : O Kolkata Is A Latest Bengali Song From Latest Bengali Movie Uraan Sunged By Shreya Ghoshal. O Kolkata Lyrics Are Written By Srijato ANd Music Of This Song Is Produced By Joy Sarkar.
Song : O Kolkata
Singer : Shreya Ghoshal
Lyrics : Srijato
Music : Joy Sarkar
Movie : Uraan
Song : O Kolkata
Singer : Shreya Ghoshal
Lyrics : Srijato
Music : Joy Sarkar
Movie : Uraan
কলকাতা O KOLKATA - URAAN | SHREYA GHOSHAL
ঘন ঘন চাঁদ এসে পড়ে মুখে
নেই ঘুম
পথে পড়ে থাকা চেনা
শব্দের মরশুম
একা জানালায় খুলে রাখা মন
জানে সংলাপ পেরোবে কখন
চোখে হারিয়েছি গল্পের খাতা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
ভিড়ে হেঁটে যায় কাগজের
মুখ একা কেউ
বালি নীরবতা গুঞ্জন এসে
ভাঙে ঢেউ
গলি রাজপথে একই চলাচল
মুঠোতে লুকোনো রুমালের জল
প্রিয় বর্ষায় হারাই ছাতা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
ছোট ছোট ভুল অনেক দূর সাজা পায়
ঠিক করে নিতে এক শতাব্দী ঘুরে যায়
চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রান,
ভবঘুরে ঠোঁটে নোঙরের গান
কে যে ছেড়ে গেলো জাহাজ ঘাটা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
নেই ঘুম
পথে পড়ে থাকা চেনা
শব্দের মরশুম
একা জানালায় খুলে রাখা মন
জানে সংলাপ পেরোবে কখন
চোখে হারিয়েছি গল্পের খাতা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
ভিড়ে হেঁটে যায় কাগজের
মুখ একা কেউ
বালি নীরবতা গুঞ্জন এসে
ভাঙে ঢেউ
গলি রাজপথে একই চলাচল
মুঠোতে লুকোনো রুমালের জল
প্রিয় বর্ষায় হারাই ছাতা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
ছোট ছোট ভুল অনেক দূর সাজা পায়
ঠিক করে নিতে এক শতাব্দী ঘুরে যায়
চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রান,
ভবঘুরে ঠোঁটে নোঙরের গান
কে যে ছেড়ে গেলো জাহাজ ঘাটা
ও কলকাতা আমার কলকাতা
ও কলকাতা আমার কলকাতা
0 Comments