Amar Ektarata Song Lyrics : Amar Ektarata আমার একতারাটা Is A Bengali Song From Bengali Movie Rawkto Rawhoshyo Sunged By Lagnajita Chakraborty. Amar Ektarata Song Lyrics Are Written By Debdeep Mukhopadhyay And Music Of This Song Is Produced By Debdeep Mukhopadhyay.
Song : Amar Ektarata Song Lyrics
Singer : Lagnajita Chakraborty
Lyrics : Debdeep Mukhopadhyay
Music : Debdeep Mukhopadhyay
Movie : Rawkto Rawhoshyo
Song : Amar Ektarata Song Lyrics
Singer : Lagnajita Chakraborty
Lyrics : Debdeep Mukhopadhyay
Music : Debdeep Mukhopadhyay
Movie : Rawkto Rawhoshyo
আমার একতারাটা AMAR EKTARATA SONG LYRICS - RAWKTO RAWHOSHYO | LAGNAJITA CHAKRABORTY
এই একতারাটার সুর
গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে
ফেরার পথে দেখা হলে
নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চায়
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলোয়
ডোবালো আমায়
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও
আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষন
আমরা যেমন নীল
কাগজের নৌকো বানাই
আমরা আবার ভাঙতে থাকি মন
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি
ভাবি এখন কি আর করবে অপেক্ষা
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও
আমার ফুল খেলা ঘর বাঁধলো
ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো
এই বুকের ভিতর নরম
আলো পাস ফিরে থাক
আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত
আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত
গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে
ফেরার পথে দেখা হলে
নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চায়
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলোয়
ডোবালো আমায়
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও
আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষন
আমরা যেমন নীল
কাগজের নৌকো বানাই
আমরা আবার ভাঙতে থাকি মন
এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি
ভাবি এখন কি আর করবে অপেক্ষা
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও
আমার ফুল খেলা ঘর বাঁধলো
ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো
এই বুকের ভিতর নরম
আলো পাস ফিরে থাক
আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত
আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত
0 Comments