Seshbarer Moto Toke Chai Song Lyrics : Seshbarer Moto Toke Chai শেষবারের মতো তোকে চাই Is A Bengali Song Which Is Sunged By Pragya Dutta. Seshbarer Moto Toke Chai Song Lyrics Are Written By Pratik Kundu And Music Of This Song Is Produced By Pratik Kundu. The Music Video Of This Song Is Directed By Krish Bose.
Song : Seshbarer Moto Toke Chai Song Lyrics
Singer : Pragya Dutta
Lyrics : Pratik Kundu
Music : Pratik Kundu
Director : Krish Bose
Song : Seshbarer Moto Toke Chai Song Lyrics
Singer : Pragya Dutta
Lyrics : Pratik Kundu
Music : Pratik Kundu
Director : Krish Bose
শেষবারের মতো তোকে চাই SESHBARER MOTO TOKE CHAI SONG LYRICS - PRAGYA DUTTA
যদি ভেজা চোখ অনুরোধ
রাখে আজ পিছুটানে বারবার
খুব আবেগে জড়ানো
রঙচটা বেমানান উপহার
স্মৃতি ধংসস্তুপে বয়ে
যাওয়া নিথর ওই
নদী টার কাছে
শেষবারের মতো তোকে চাই
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা
আজও জানি আমি
অভিমানী ইচ্ছে রা
ফিরবে না ঘরে আর
চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার
তবু স্মৃতিপথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই
যদি ভীড়ের মাঝে শূন্য লাগে
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি
আজ সাজলে শহর
তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি
আমি হাসি মুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয়
ব্যথা জমে থাকে তোকে
নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায়
মৃত ভালোবাসা তবু
কেন অভ্যাসে
জমে থাকা অধিকার
শেষবারের মতো তোকে চাই
শেষবারের মতো তোকে চাই
রাখে আজ পিছুটানে বারবার
খুব আবেগে জড়ানো
রঙচটা বেমানান উপহার
স্মৃতি ধংসস্তুপে বয়ে
যাওয়া নিথর ওই
নদী টার কাছে
শেষবারের মতো তোকে চাই
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা
আজও জানি আমি
অভিমানী ইচ্ছে রা
ফিরবে না ঘরে আর
চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার
তবু স্মৃতিপথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই
যদি ভীড়ের মাঝে শূন্য লাগে
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি
আজ সাজলে শহর
তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি
আমি হাসি মুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয়
ব্যথা জমে থাকে তোকে
নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায়
মৃত ভালোবাসা তবু
কেন অভ্যাসে
জমে থাকা অধিকার
শেষবারের মতো তোকে চাই
শেষবারের মতো তোকে চাই
0 Comments