Oi Janalar kache Boshey Ache Song Lyrics : Oi Janalar kache Boshey Ache ওই জানালার কাছে বসে আছে Is A Bengali Song Which Is Sunged By Pritam Das. Oi Janalar kache Boshey Ache Song Lyrics Are Written By Rabindranath Tagore In 1884 And Music Of This Song Is Produced By Pritam Das.
Song : Oi Janalar kache Boshey Ache Song Lyrics
Singer : Pritam Das
Lyrics : Rabindranath Tagore
Music : Pritam Das
Song : Oi Janalar kache Boshey Ache Song Lyrics
Singer : Pritam Das
Lyrics : Rabindranath Tagore
Music : Pritam Das
ওই জানালার কাছে বসে আছে OI JANALAR KACHE BOSHEY ACHE SONG LYRICS - PRITAM DAS | RABINDRANATH TAGORE
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা
ওই জানালার কাছে বসে আছে
চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি
মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা
ওই জানালার কাছে বসে আছে
চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি
মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে
0 Comments