Amar Shohor Song Lyrics : Amar Shohor আমার শহর Is A Bengali Song Which Is Sunged By Riishav. Amar Shohor Song Lyrics Are Written By Apratim Majumder And Music Of This Song Is Produced By Apratim Majumder.
Song : Amar Shohor Song Lyrics
Singer : Riishav
Lyrics : Apratim Majumder
Music : Apratim Majumder
Song : Amar Shohor Song Lyrics
Singer : Riishav
Lyrics : Apratim Majumder
Music : Apratim Majumder
আমার শহর AMAR SHOHOR SONG LYRICS - RIISHAV
ঘষা কাঁচের গায়ে লেগে থাকা এই শহরতলি
দিনশেষে গায়ে মেখে নিয়ে যত ধুলোবালি
পৌঁছোবে ঘরে হাজার কাজের শেষে
অল্প আলোয় তারই গল্প বলি
নদীর ঘাটে নিত্য যাত্রীর ভীড়ে
গোধূলিকাল সুতানুটির তীরে
আকাশ জুড়ে রঙের খেলা চলে
ব্যস্ত শহর ক্লান্ত নিয়ন জ্বালে
এই শহর
এই শতকেও গাইছে একই সুর
এই সময়
বইবে নদীর সঙ্গে বহুদূর
এই শহর
এখনো মুঠোভরে প্রশ্ন
তোমার উত্তরের আশায়
আর ছলাৎছল ছন্দে
এ সন্ধ্যে ডাকছে আজ তোমায়
ক্লান্ত ফেরি আসছে ফিরে
ধুঁকছে মানুষ গুলো
ওরা ফিরছে ঘরে বলে ঘরে
ফেরার মাশুল দিলো
তবু তুমি অন্ধকারে বন্ধ থাকো
অজানা আলোর নেশায় আর
রূপকথাদের সঙ্গে সময়
খুঁজছে তোমায়
চলে গেছো দূরে
আরো দূরে
এই কল্লোলিনীর ভীড়ে
জমে থাকা ক্ষত, কতশত
আজ ডাকছে তোমায় নীড়ে
এই শহর
এই সময়
বইবে নদীর সঙ্গে বহুদূর
এই শহর
দিনশেষে গায়ে মেখে নিয়ে যত ধুলোবালি
পৌঁছোবে ঘরে হাজার কাজের শেষে
অল্প আলোয় তারই গল্প বলি
নদীর ঘাটে নিত্য যাত্রীর ভীড়ে
গোধূলিকাল সুতানুটির তীরে
আকাশ জুড়ে রঙের খেলা চলে
ব্যস্ত শহর ক্লান্ত নিয়ন জ্বালে
এই শহর
এই শতকেও গাইছে একই সুর
এই সময়
বইবে নদীর সঙ্গে বহুদূর
এই শহর
এখনো মুঠোভরে প্রশ্ন
তোমার উত্তরের আশায়
আর ছলাৎছল ছন্দে
এ সন্ধ্যে ডাকছে আজ তোমায়
ক্লান্ত ফেরি আসছে ফিরে
ধুঁকছে মানুষ গুলো
ওরা ফিরছে ঘরে বলে ঘরে
ফেরার মাশুল দিলো
তবু তুমি অন্ধকারে বন্ধ থাকো
অজানা আলোর নেশায় আর
রূপকথাদের সঙ্গে সময়
খুঁজছে তোমায়
চলে গেছো দূরে
আরো দূরে
এই কল্লোলিনীর ভীড়ে
জমে থাকা ক্ষত, কতশত
আজ ডাকছে তোমায় নীড়ে
এই শহর
এই সময়
বইবে নদীর সঙ্গে বহুদূর
এই শহর
0 Comments