Baba Cheler Taan Song Lyrics : Baba Cheler Taan বাবা ছেলের টান Is A Bengali Song Which Is Sunged By Syed Abdul Hadi & Asif Akbar. Baba Cheler Taan Song Lyrics Are Written By Suhrid Sufian And Music Of This Song Is Produced By Kishore Das.
Song : Baba Cheler Taan Song Lyrics
Singer : Syed Abdul Hadi & Asif Akbar
Lyrics : Suhrid Sufian
Music : Kishore Das
Song : Baba Cheler Taan Song Lyrics
Singer : Syed Abdul Hadi & Asif Akbar
Lyrics : Suhrid Sufian
Music : Kishore Das
BABA CHELER TAAN SONG LYRICS বাবা ছেলের টান - SYED ABDUL HADI & ASIF AKBAR
হয়নি বলা ভালোবাসি কত
হয়নি জানা তোমার বুকে কী ক্ষত
জ্বালাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই ‘বাবা’ ডাকিস যখনই
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি-
দুঃখরা ঝরে যায় তখনই
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই
ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে
কপালের ঘাম পড়ে দু’পায়ের মাঝে
এতো কিছু ভাবতে কে তোকে বলেছে
চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে
ছড়াতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
নিজেকে নিয়ে তুমি ভাবোনি কোনদিন
তোমার কাছে তাই সূর্য সমান ঋণ
মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই
এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই
ফোটাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
হয়নি জানা তোমার বুকে কী ক্ষত
জ্বালাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই ‘বাবা’ ডাকিস যখনই
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি-
দুঃখরা ঝরে যায় তখনই
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই
ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে
কপালের ঘাম পড়ে দু’পায়ের মাঝে
এতো কিছু ভাবতে কে তোকে বলেছে
চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে
ছড়াতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
নিজেকে নিয়ে তুমি ভাবোনি কোনদিন
তোমার কাছে তাই সূর্য সমান ঋণ
মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই
এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই
ফোটাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো
ছুটে চলেছো অবিরত
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো
0 Comments