Fire Aay Song Lyrics : Fire Aay ফিরে আয় Is A Bengali Song Which Is Sunged By Imran Mahmudul. Fire Aay Song Lyrics Are Written By Snahashish Ghosh And Music Of This Song Is Produced By MMP Rony.
Song : Fire Aay Song Lyrics
Singer : Imran Mahmudul
Lyrics : Snahashish Ghosh
Music : MMP Rony
Song : Fire Aay Song Lyrics
Singer : Imran Mahmudul
Lyrics : Snahashish Ghosh
Music : MMP Rony
Fire Aay Song Lyrics ফিরে আয় - Imran Mahmudul
ফিরে আয়, তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
হয়েছে যা হবার ভুলে যা একবার
তুই বিহনে মন যে পোড়ে
জানি ভালোবাসিস তবু দূরে আছিস
অভিমান বুকে আপন করে
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়, তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ঘুম ছাড়া রাত জানে
রাতজাগা চোখ জানে
তোর অভাব কতটা পোড়ায়
তোর কাছে যে আমি
ছিলাম অনেক দামী
তাকে ছেড়ে তুই আছিস কোথায়
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়
তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
আর কতদিন গেলে
অভিমান ঝেড়ে ফেলে
আসবি ফিরে তুই আমার কাছে
আর ভালো লাগেনা
নিঃশ্বাস চলেনা
বুকটা যে ভারী হয়ে আছে
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়, তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
জলে চোখ ভেসে যায়
হয়েছে যা হবার ভুলে যা একবার
তুই বিহনে মন যে পোড়ে
জানি ভালোবাসিস তবু দূরে আছিস
অভিমান বুকে আপন করে
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়, তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ঘুম ছাড়া রাত জানে
রাতজাগা চোখ জানে
তোর অভাব কতটা পোড়ায়
তোর কাছে যে আমি
ছিলাম অনেক দামী
তাকে ছেড়ে তুই আছিস কোথায়
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়
তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
আর কতদিন গেলে
অভিমান ঝেড়ে ফেলে
আসবি ফিরে তুই আমার কাছে
আর ভালো লাগেনা
নিঃশ্বাস চলেনা
বুকটা যে ভারী হয়ে আছে
হো.. কখনও যে তুই বিহীন
থাকিনি একটা দিন
দেখিনা সে তোকে কতদিন
ফিরে আয়, তুই ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
ফিরে আয়, ফিরে আয়
জলে চোখ ভেসে যায়
0 Comments