FIRE ESO SONG LYRICS ফিরে এসো - BELAL KHAN

Fire Eso Song Lyrics  :  Fire Eso ফিরে এসো Is A Bengali Song Which Is Sunged By Belal Khan. Fire Eso Song Lyrics Are Written By Nihar Ahmed And Music Of This Song Is Produced By Wahed Shahin.
Song  :  Fire Eso Song Lyrics
Singer  :  Belal Khan
Lyrics  :  Nihar Ahmed
Music  :  Wahed Shahin

FIRE ESO SONG LYRICS ফিরে এসো - BELAL KHAN

বৈরি মনে তৈরি হলো
দুরন্ত প্রেমের টান
ভুলে গেছি যত ছিলো
উড়ন্ত অভিমান
ফেলে এসে কত রাত
হয়নি রাঙা প্রভাত
বেদনায় কেঁদেছে প্রাণ
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে
ব্যাকরণের সূত্র মেনে
হয় কি ভালোবাসা
হৃদয় সেতো বুঝে ঠিকই
হৃদয়েরই ভাষা
তবে কেন প্রতিকূলে
স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে
দুঃখ বাড়ানো
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে
তোমায় ঘিরে আমার যতো
সরল অনুভূতি
মুখরিত আলোড়নে
বাড়ায় আরো দ্যুতি
তবে কেন প্রতিকূলে
স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে
দুঃখ বাড়ানো
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে

Post a Comment

0 Comments