Jara Hariye Jay Song Lyrics : Jara Hariye Jay যারা হারিয়ে যায় Is A Bengali Song Which Is Sunged By Abid Al Sadiq. Jara Hariye Jay Song Lyrics Are Written By Abid Al Sadiq And Music Of This Song Is Produced By Abid Al Sadiq & Jagot Jit.
Song : Jara Hariye Jay Song Lyrics
Singer : Abid Al Sadiq
Lyrics : Abid Al Sadiq
Music : Abid Al Sadiq & Jagot Jit
Song : Jara Hariye Jay Song Lyrics
Singer : Abid Al Sadiq
Lyrics : Abid Al Sadiq
Music : Abid Al Sadiq & Jagot Jit
JARA HARIYE JAY SONG LYRICS যারা হারিয়ে যায় - ABID AL SADIQ
একদিন, আমি হারিয়ে যাবো
হারবো তোমায় ফেলে বহুদূর
সে’দিন আমি নির্বাক হবো
অভিমানহীন নিথর দেহ
হারিয়ে যাবো তোমার আমি
হারাবো তাদের মতো
যারা হারিয়ে যায়
বিলীন হবো এই আমি
মুছে যাবে স্মৃতি সব
কোন এক নতুনতায়
বৃষ্টি ঝাপটা জানালায় দাঁড়িয়ে
মনে পরবে শীতল দিনগুলি
তখন হয়তো ফোনের
রিংটোন বাজিয়ে
নতুন কেউ আহবানে
চলো বৃষ্টিতে ভিজি
হারিয়ে যাবো তোমার আমি
হারাবো তাদের মতো
যারা হারিয়ে যায়
বিলীন হবো এই আমি
মুছে যাবে স্মৃতি সব
কোন এক নতুনতায়
হারবো তোমায় ফেলে বহুদূর
সে’দিন আমি নির্বাক হবো
অভিমানহীন নিথর দেহ
হারিয়ে যাবো তোমার আমি
হারাবো তাদের মতো
যারা হারিয়ে যায়
বিলীন হবো এই আমি
মুছে যাবে স্মৃতি সব
কোন এক নতুনতায়
বৃষ্টি ঝাপটা জানালায় দাঁড়িয়ে
মনে পরবে শীতল দিনগুলি
তখন হয়তো ফোনের
রিংটোন বাজিয়ে
নতুন কেউ আহবানে
চলো বৃষ্টিতে ভিজি
হারিয়ে যাবো তোমার আমি
হারাবো তাদের মতো
যারা হারিয়ে যায়
বিলীন হবো এই আমি
মুছে যাবে স্মৃতি সব
কোন এক নতুনতায়
0 Comments