Elo Barosha Je Sahosha Song Lyrics : Elo Barosha Je Sahosha এলো বরষা যে সহসা Is A Bengali Song Which Is Sunged By Satinath Mukherjee. Elo Barosha Je Sahosha Song Lyrics Are Written By Sudhin Dasgupta And Music Of This Song Is Also Composed By Sudhin Dasgupta.
Song : Elo Barosha Je Sahosha Song Lyrics
Singer : Satinath Mukherjee
Lyrics : Sudhin Dasgupta
Music : Sudhin Dasgupta
Song : Elo Barosha Je Sahosha Song Lyrics
Singer : Satinath Mukherjee
Lyrics : Sudhin Dasgupta
Music : Sudhin Dasgupta
ELO BAROSHA JE SAHOSHA SONG LYRICS এলো বরষা যে সহসা - SATINATH MUKHERJEE
এলো বরষা যে
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে
সুর তবু লাগে না যে
কোথা বোলো তারে পাই
এলো বরষা যে
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই
এলো বরষা যে
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে
গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে
সুর তবু লাগে না যে
কোথা বোলো তারে পাই
এলো বরষা যে
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়
মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে
যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই
এলো বরষা যে
সহসা মনে তাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম
রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
0 Comments