Matir Ango Hoibo Songo Lyrics : Matir Ango Hoibo Songo মাটির অঙ্গ হইবো সাঙ্গ Is A Bengali Song Which Is Sunged By Andrew Kishore. Matir Ango Hoibo Songo Lyrics Are Written By Anurup Aich And Music Of This Song Is Produced By Ali Akbar Rupu & Dipok Das. The Music Video Of This Song Is Directed By A. Babul.
Song : Matir Ango Hoibo Songo Lyrics
Singer : Andrew Kishore
Lyrics : Anurup Aich
Music : Ali Akbar Rupu & Dipok Das
Director : A. Babul
Song : Matir Ango Hoibo Songo Lyrics
Singer : Andrew Kishore
Lyrics : Anurup Aich
Music : Ali Akbar Rupu & Dipok Das
Director : A. Babul
MATIR ANGO HOIBO SONGO LYRICS মাটির অঙ্গ হইবো সাঙ্গ - ANDREW KISHORE
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়
সেদিন আসবে সবাই আমার বাড়ি
সেদিন আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবো সাঙ্গ দুনিয়ায়
আমায় ভালোবাসতো যারা
খবর পেয়ে আসবে তারা
দেখবে সেদিন অশ্রু ছাড়া
ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া
কারো মুখে হাসি নাই
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
কেউবা কাঁদে মনে মনে
আবার কেউবা কাঁদে বিলাপ করে
কেউবা রবে পাথর হয়ে
ও.. কেউবা রবে পাথর হয়ে
কান্নার ভাষা ভুলিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
দু'দিনের এই পৃথিবীতে
কি লাভ হবে স্বার্থে মেতে
অনুরূপ আইচের মতে
তাই অনুরূপ আইচের মতে
বাঁচরে মন খুলিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবো সাঙ্গ দুনিয়ায়
সেদিন আসবে সবাই আমার বাড়ি
ওরে আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়
সেদিন আসবে সবাই আমার বাড়ি
সেদিন আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবো সাঙ্গ দুনিয়ায়
আমায় ভালোবাসতো যারা
খবর পেয়ে আসবে তারা
দেখবে সেদিন অশ্রু ছাড়া
ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া
কারো মুখে হাসি নাই
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
কেউবা কাঁদে মনে মনে
আবার কেউবা কাঁদে বিলাপ করে
কেউবা রবে পাথর হয়ে
ও.. কেউবা রবে পাথর হয়ে
কান্নার ভাষা ভুলিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
দু'দিনের এই পৃথিবীতে
কি লাভ হবে স্বার্থে মেতে
অনুরূপ আইচের মতে
তাই অনুরূপ আইচের মতে
বাঁচরে মন খুলিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবো সাঙ্গ দুনিয়ায়
সেদিন আসবে সবাই আমার বাড়ি
ওরে আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া
যেদিন আমার দম
ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ
হইবোরে সাঙ্গ দুনিয়ায়
0 Comments