Mon Shudu Tui Tui Kore Song Lyrics : Mon Shudu Tui Tui Kore Is A Bengali Song Which Is Sunged By F A Sumon. Mon Shudu Tui Tui Kore Song Lyrics Are Written By Zahid Akbar And Music Of This Song Is Produced By F A Sumon. The Music Video Of This Song Is Directed By Antor Hasan.
Song : Mon Shudu Tui Tui Kore Song Lyrics
Singer : F A Sumon
Lyrics : Zahid Akbar
Music : F A Sumon
Director : Antor Hasan
Song : Mon Shudu Tui Tui Kore Song Lyrics
Singer : F A Sumon
Lyrics : Zahid Akbar
Music : F A Sumon
Director : Antor Hasan
MON SHUDU TUI TUI KORE SONG LYRICS মন শুধু তুই তুই করে - F A SUMON
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
ডুবে থাকি নিশিদিন
কি যে তোর ঘোরে
দেখে যা বুকটা চিরে
মরে যাবো কোন
দিন গেলে তুই দূরে
পড়ে রোবো নীল বালুচরে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন কাঁদে ভেতরে কি দহন জ্বালায়
চোখ পুড়ে নীরবে তোরই শূন্যতায়
মায়াতে মন বেঁধে হারালি কোথায়
ফেলে আসা স্বপ্ন আমাকে পোড়ায়
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
দেখিনা, দেখিনা
কিছু চোখেরি তারায়
স্মৃতিরা শুধুই কাঁদায়
ঘুম আসেনা চোখে
মন পুড়ছে দেখ না
সুখেরা আঁধারে মিলায়
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন শুধু তুই তুই করে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
ডুবে থাকি নিশিদিন
কি যে তোর ঘোরে
দেখে যা বুকটা চিরে
মরে যাবো কোন
দিন গেলে তুই দূরে
পড়ে রোবো নীল বালুচরে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন কাঁদে ভেতরে কি দহন জ্বালায়
চোখ পুড়ে নীরবে তোরই শূন্যতায়
মায়াতে মন বেঁধে হারালি কোথায়
ফেলে আসা স্বপ্ন আমাকে পোড়ায়
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
দেখিনা, দেখিনা
কিছু চোখেরি তারায়
স্মৃতিরা শুধুই কাঁদায়
ঘুম আসেনা চোখে
মন পুড়ছে দেখ না
সুখেরা আঁধারে মিলায়
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
0 Comments