Mone ki Dwidha Rekhe Gele Song Lyrics : Mone ki Dwidha Rekhe Gele মনে কি দ্বিধা রেখে গেলে Is A Bengali Song Which Is Sunged By Raghab Chatterjee. Mone ki Dwidha Rekhe Gele Song Lyrics Are WRitten By Rabindranath Tagore And Music Of This Song Is Produced By Tamal Chakraborty.
Song : Mone ki Dwidha Rekhe Gele Song Lyrics
Singer : Raghab Chatterjee
Lyrics : Rabindranath Tagore
Music : Tamal Chakraborty
Song : Mone ki Dwidha Rekhe Gele Song Lyrics
Singer : Raghab Chatterjee
Lyrics : Rabindranath Tagore
Music : Tamal Chakraborty
MONE KI DWIDHA REKHE GELE SONG LYRICS মনে কি দ্বিধা রেখে গেলে - RAGHAB CHATTERJEE
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
তুমি সে কি হেসে
গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর
গন্ধবেদনে মনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
তুমি সে কি হেসে
গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর
গন্ধবেদনে মনে
মনে কী দ্বিধা
রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
0 Comments