Amar Kono Golpo Nei Song Lyrics : Amar Kono Golpo Nei আমার কোনো গল্প নেই Is A Bengali Song Which Is Sunged By Swastika Mukherjee. Amar Kono Golpo Nei Song Lyrics Are Written By Soumit Deb And Music Of This Song Is Produced By Soumit Deb.
Song : Amar Kono Golpo Nei Song Lyrics
Singer : Swastika Mukherjee
Lyrics : Soumit Deb
Music : Soumit Deb
Song : Amar Kono Golpo Nei Song Lyrics
Singer : Swastika Mukherjee
Lyrics : Soumit Deb
Music : Soumit Deb
AMAR KONO GOLPO NEI SONG LYRICS আমার কোনো গল্প নেই - SWASTIKA MUKHERJEE
তাসের ঘরে দোরে
দারুন খেলা করে
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে
পাখির ঠোঁট চেনে বাসার মুখ
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ
গড়ার শেষে তবে
না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে
আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম
হল পরিপাটি তিনি
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে
আমার সুখের হিসেব
উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়
টুকরো কিছু কিছু
স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে
কাজল সেই
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে
আমার হারিয়ে
যাওয়া ডানার সেই
খেলার শেষে চলো
তোমার কথা বলো
আমার আলাদা
কোনো গল্প নেই
আমার কোনো গল্প নেই
দারুন খেলা করে
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে
পাখির ঠোঁট চেনে বাসার মুখ
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ
গড়ার শেষে তবে
না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে
আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম
হল পরিপাটি তিনি
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে
আমার সুখের হিসেব
উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়
টুকরো কিছু কিছু
স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে
কাজল সেই
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে
আমার হারিয়ে
যাওয়া ডানার সেই
খেলার শেষে চলো
তোমার কথা বলো
আমার আলাদা
কোনো গল্প নেই
আমার কোনো গল্প নেই
0 Comments