Jodi kichuta somoy dite Song Lyrics : Jodi kichuta somoy dite যদি কিছুটা সময় দিতে Is A Bengali Song Which Is Sunged By Rishi Panda. Jodi kichuta somoy dite Song Lyrics Are Written By Rishi Panda And Music Of This Song Is Produced By Rishi Panda.
Song : Jodi kichuta somoy dite Song Lyrics
Singer : Rishi Panda
Lyrics : Rishi Panda
Music : Rishi Panda
JODI KICHUTA SOMOY DITE SONG LYRICS যদি কিছুটা সময় দিতে - RISHI PANDA
সহজে ভুলেছ আজ আমাকে বোধহয়
আছ তোমার দামি ঘরে উঁচু ঠিকানায়
ছিল আশা মনে কথা রাখবে তুমি
জানি আমারই তো
ভুল তুমি ছিলে দোটানায়
সে তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা
যদি কিছুটা সময়
দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে
নাতো ঘোর বর্ষায়
যদি কিছুটা সময়
দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন
পাওয়ারই আশায়
সারাদিন ঘুরে ঘরে ফেরার পর
রাস্তা থেকে দেখতাম
ঐ ছাদের ওপর
একটা ছাতার নীচে কোনোরকম
বেশি আমি ভিজতাম
তুমি কিছু কম
বলতে তুমি কেন গভীর রাতে
তোমার গোপন
কথা আমার সাথে
ছিল তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা
যদি কিছুটা সময়
দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে
নাতো ঘোর বর্ষায়
যদি কিছুটা সময়
দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন
পাওয়ারই আশায়
0 Comments