Khola Akasher Nichey Song Lyrics : Khola Akasher Nichey খোলা আকাশের নিচে Is A Bengali Song Which Is Sunged By AABHIK GHOSH. Khola Akasher Nichey Song Lyrics Are Written By AABHIK GHOSH And Music Of This Song Is Also Produced By AABHIK GHOSH.
Song : Khola Akasher Nichey Song Lyrics
Singer : AABHIK GHOSH
Lyrics : AABHIK GHOSH
Music : AABHIK GHOSH
KHOLA AKASHER NICHEY SONG LYRICS খোলা আকাশের নিচে - AABHIK GHOSH
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে
টুকরো টুকরো যত কথা
সব নিচ্ছে ঘিরে
তোমায় পাশে
পেয়ে বুঝতে চাইনি
তোমার প্রেমের
সে রঙ্গিন কাহিনী
না বলে কত
কথা বলে গেছো
একবার বলো
কেন দূরে আছো
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে
টুকরো টুকরো যত কথা
সব নিচ্ছে ঘিরে
ঠিক ভুলের মাঝে
জানিনা সাথে
কে কি পেলাম
সাজানো কত
স্বপ্নেরা যত
সব হারালাম
মন পারে না
বাঁচেতা জানেনা
তোমায় ছেড়ে
একলা রোজ রাতে
খুব মন কাঁদে
তোমায় ভেবে
আড়াল থেকে
জানি শুনছো সবই
চুপ করে তাও
কেন আছো তুমি
পারবে কি বলো
আমায় ছেড়ে
অচেনা পথে
ওই মন হারাতে
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে
টুকরো টুকরো যত কথা
0 Comments