Take Bole Elam Song Lyrics : Take Bole Elam তাকে বলে এলাম Is A Bengali Song Which Is Sunged By Pijush Das. Take Bole Elam Song Lyrics Are Written By Pijush Das And Music Of This Song Is Produced By Pijush Das. The Music Video Of This Song Is Directed By Krish Bose.
Song : Take Bole Elam Song Lyrics
Singer : Pijush Das
Lyrics : Pijush Das
Music : Pijush Das
Director : Krish Bose
Song : Take Bole Elam Song Lyrics
Singer : Pijush Das
Lyrics : Pijush Das
Music : Pijush Das
Director : Krish Bose
TAKE BOLE ELAM SONG LYRICS তাকে বলে এলাম - PIJUSH DAS
আমি বলে এলাম তাকে
যেন ভুলে যায় তোমাকে
যেন আটকে আর না থাকে
অভ্যাসে তোমার
কোনো পরিচিত ডাকে
মন ফিরে দেখার আগে
ধরে অন্য হাত, প্রতিরাত
যেন ভুলতে চায় তোমায়
বলে এলাম আজও
তোমার এই একলা দেশ
শুধু ভাবতে চায়
সেই তাকেই প্রতিদিন
তুমি দিয়েছো কথা
শেষ রাতের কান্নাদের
ভালোবাসবে তাও
ফিরবেনা আর কোনোদিন
বলে এলাম বলে এলাম
বলে এলাম আমি তাকে...
বলে এলাম....
তার যে কটা গান
লেখাছিল তোমায় নিয়ে
তোমায় ভেবে সেই গান আজও
সে রাত্রি জুড়ে গায় ...
তার কান্নাদের দিন-রাত্রি নেই
তার যন্ত্রণার সহযাত্রী নেই
শুধু এই কথাই জানালো আমায়
তোমার স্মৃতিতেই
তার ব্যথার দেয়াল সাজানো
তার অতীতে সে
খোঁজে তোমাকেই
আমি বলে এলাম তাকে
যেন কখনো না ডাকে
কেউ আমাকে আর চিঠি হতে
নিজেদের মাঝে
গত দুই'দশক ধরে
কথা দেওয়া-নেওয়ার পরে
আমি ক্লান্ত খুব ক্লান্ত আজ
এতো ব্যথার ভারে।
বলে এলাম তাকে
শেষবারের মতো বিচ্ছেদে
যেন ভুলতে চায় নিজেদের সবটুকু
আমি পারবোনা আর
আটকাতে ইচ্ছেদের
একা বাঁচতে চাই অনুরোধ এটুকুই ..
বলে এলাম বলে এলাম
বলে এলাম আমি তাকে....
বলে এলাম....
যেন ভুলে যায় তোমাকে
যেন আটকে আর না থাকে
অভ্যাসে তোমার
কোনো পরিচিত ডাকে
মন ফিরে দেখার আগে
ধরে অন্য হাত, প্রতিরাত
যেন ভুলতে চায় তোমায়
বলে এলাম আজও
তোমার এই একলা দেশ
শুধু ভাবতে চায়
সেই তাকেই প্রতিদিন
তুমি দিয়েছো কথা
শেষ রাতের কান্নাদের
ভালোবাসবে তাও
ফিরবেনা আর কোনোদিন
বলে এলাম বলে এলাম
বলে এলাম আমি তাকে...
বলে এলাম....
তার যে কটা গান
লেখাছিল তোমায় নিয়ে
তোমায় ভেবে সেই গান আজও
সে রাত্রি জুড়ে গায় ...
তার কান্নাদের দিন-রাত্রি নেই
তার যন্ত্রণার সহযাত্রী নেই
শুধু এই কথাই জানালো আমায়
তোমার স্মৃতিতেই
তার ব্যথার দেয়াল সাজানো
তার অতীতে সে
খোঁজে তোমাকেই
আমি বলে এলাম তাকে
যেন কখনো না ডাকে
কেউ আমাকে আর চিঠি হতে
নিজেদের মাঝে
গত দুই'দশক ধরে
কথা দেওয়া-নেওয়ার পরে
আমি ক্লান্ত খুব ক্লান্ত আজ
এতো ব্যথার ভারে।
বলে এলাম তাকে
শেষবারের মতো বিচ্ছেদে
যেন ভুলতে চায় নিজেদের সবটুকু
আমি পারবোনা আর
আটকাতে ইচ্ছেদের
একা বাঁচতে চাই অনুরোধ এটুকুই ..
বলে এলাম বলে এলাম
বলে এলাম আমি তাকে....
বলে এলাম....
0 Comments