Train e Der Thikana Song Lyrics : Train e Der Thikana ট্রেনেদের ঠিকানা Is A Bengali Song Which Is Sunged By Pritam Das. Train e Der Thikana Song Lyrics Are Written By Dipak Karmokar And Music Of This Song Is Produced By Pritam Das.
Song : Train e Der Thikana Song Lyrics
Singer : Pritam Das
Lyrics : Dipak Karmokar
Music : Pritam Das
TRAIN E DER THIKANA SONG LYRICS ট্রেনেদের ঠিকানা - PRITAM DAS | TAALPATAR SHEPAI
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
যেটুকু রোদেরা আসে
তোমাদেরই ট্রামে বাসে
বুকে পুড়ে বেঁচে থাকি
পরিচিত নিঃশ্বাসে
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
হয়তো এখন সহজ ভীষণ
ছেড়ে যেতে ব্যথা হবেনা
যেন আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা
তুমিও হাতেরও ফাঁকে
ফেলে আসা স্মৃতিটাকে
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
0 Comments