Tomar Monkharape Borsha Ashe Song Lyrics : Tomar Monkharape Borsha Ashe তোমার মনখারাপে বর্ষা আসে Is A Bengali Song Which Is Sunged By Taishi Nandi. Tomar Monkharape Borsha Ashe Song Lyrics Are Written By Prameya And Music Of This Song Is Composed By Prameya.
Song : Tomar Monkharape Borsha Ashe Song Lyrics
Singer : Taishi Nandi
Lyrics : Prameya
Music : Prameya
TOMAR MONKHARAPE BORSHA ASHE SONG LYRICS তোমার মনখারাপে বর্ষা আসে - TAISHI NANDI
তোমার মনখারাপে বর্ষা আসে
তোমার খামখেয়ালে বিকেল ফুরোয়
তুমি বাসলে ভালো চাঁদের আলো
নদীর জলে ঝিনুক কুড়োয়
সব বুঝেও কেন
বুঝছো না যে তাও
হাওয়ার মত
আমায় ছুঁয়ে যাও
রাতে ঘাসের
উপর শিশির জমে
আর ভোরবেলাতে শিউলি ঝরে
আমি বলবো কি
আর প্রেমের কথা
প্রাইভেসি নেই মেসের ঘরে
তুমি নাহয় শুধু মনখারাপই নাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
তুমি নিম্নচাপে ঝড়ের মত
ছাদের ঘরে শুকনো পাতা
আমার ভাল্লাগে না ভাল্লাগে না
ফুরিয়ে গেছে আঁকার খাতা
একবার মিথ্যে বলো
সত্যি আমায় চাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও
0 Comments